নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। দুপুর ১:০৯। ১ আগস্ট, ২০২৫।

রাকাব রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৫ ৭:২৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : ৩০ জুলাই বুধবার ব্র্যাক লার্নিং সেন্টার, রাজশাহীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রাজশাহী বিভাগের “বিভাগীয় সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী। রাকাব রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম; উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপকবৃন্দ; প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ; এসইসিপি-এর প্রকল্প পরিচালক; রাজশাহী বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা; রাজশাহী বিভাগের ৯টি জোনের জোনাল ব্যবস্থাপক ও জোনাল নিরীক্ষা কর্মকর্তা; ঢাকা কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক এবং রাকাব স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সহকারী মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রাকাব, রাজশাহী শাখার ব্যবস্থাপক (সহকারী মহাব্যবস্থাপক) মোহাম্মদ ইকবাল হোসেন ও বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ইফফাত জাহান ইভা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে একমাসে মৃত ৩০০ ও জীবিত ২৫০ সাপ উদ্ধার

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলী বিভিন্ন ইন্ডিকেটরে সফলতা অর্জন করায় সকলের প্রসংসা করেন। ব্যাংকের মধ্যে সকল বিভেদ ভুলে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জাবাবদিহীতা নিশ্চিতকরণের মাধ্যমে রাকাবকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেয়ার পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে এক কলেজে দুই কমিটি দুই অধ্যক্ষ: একপক্ষ অপরপক্ষকে অবৈধ দাবি

বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম আমানত বৃদ্ধির বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। সর্বোচ্চ সংখ্যক আমানত হিসাব খোলার মাধ্যমে আমানতের প্রবৃদ্ধি অর্জনের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও শ্রেণীকৃত ও অবলোপন ঋণ আদায়ের মাধ্যমে রাকাব-এর পারফরমেন্স এ্যাসেট বৃদ্ধির তাগিদ দেন।

আরও পড়ুনঃ  বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন জসীমপুত্র রাতুল

আলোচনা শেষে, সেরা জোনাল ব্যবস্থাপক, ৩ জন শাখা ব্যবস্থাপক, ৯ জন মাঠ কর্মকর্তা ও শ্রেণীকৃত ঋণমুক্ত ৫টি শাখাকে ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।