নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ৮:২৬। ৪ জুলাই, ২০২৫।

রাকাবের নতুন এমডি নিরঞ্জন চন্দ্র দেবনাথ

মে ১৬, ২০২৩ ১১:০১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সম্প্রতি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বদলি আদেশপ্রাপ্ত হয়ে নিরঞ্জন চন্দ্র দেবনাথ গত ১০ মে রাকাবে যোগ দেন। মঙ্গলবার রাকাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

রাকাব জানিয়েছে, নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর আগে সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং বেসিক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৭ সালে বেসিক ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি বেসিক ব্যাংকের বিভিন্ন শাখায় এবং প্রধান কার্যালয়ে কাজ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।