নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:৪১। ২৮ নভেম্বর, ২০২৫।

রাজধানীতে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি

নভেম্বর ২৭, ২০২৫ ১০:৫২
Link Copied!

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, ‘রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ির ভাড়া ও সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ এবং তালিকা করবে ডিএনসিসি।’

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর গুলশানস্থ নগর ভবনে ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের অধিকার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  খালেদা জিয়া সিসিইউতে

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ সালে জারি হলেও অনেক কিছুই কার্যকর হচ্ছে না। আমরা ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে আইন অনুযায়ী ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের জন্য নির্দেশিকা তৈরি করব।’

আরও পড়ুনঃ  প্লট বরাদ্দে জালিয়াতি: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

তিনি আরও বলেন, ‘ভাড়াটিয়ারা বাসায় ইচ্ছামতো প্রবেশ ও বাহির হতে পারবেন। বাসায় পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ভূমিকম্প-সহনীয় ব্যবস্থা থাকতে হবে। হোল্ডিং ট্যাক্স ঠিকমতো পরিশোধ না করলে সংশ্লিষ্ট বাড়িতে সেবা দেওয়া হবে না।’

আরও পড়ুনঃ  পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ায় সৌদি আরব, মালয়েশিয়াসহ ৭ দেশের প্রবাসী ভোটার নিবন্ধন স্থগিত

ডিএনসিসি একটি এগ্রিমেন্টের ফরমেট ওয়েবসাইটে সরবরাহ করবে, রেসিডেনশিয়াল এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে উদ্যোগ নেবে এবং এলাকাভিত্তিক সর্বোচ্চ ভাড়ার রেটকার্ড প্রকাশ করবে। এ ছাড়া ভাড়াটিয়াদের হোল্ডিং ট্যাক্স সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার দায়িত্বও পালন করবে সিটি করপোরেশন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।