নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা মঙ্গলবার। সকাল ৮:১১। ৮ জুলাই, ২০২৫।

রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চাইল ইসি

জুলাই ৭, ২০২৫ ১০:০৪
Link Copied!

অনলাইন ডেস্ক : রাজনৈতিক দলগুলোর কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (০৭ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে চিঠি দেওয়া হয়নি। নিবন্ধিত দলগুলোকে গত বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন, অংশ নিচ্ছে ৩০টি রাজনৈতিক দল

রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল ৫১টি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।