স্টাফ রিপোর্টার : শুক্রবার ২৪ অক্টোবর রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে প্রতিটি ভোট কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে নির্বাচনী প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-২ সদর আসন নির্বাচন পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম।
থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী সহকারী সেক্রেটারী অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সেক্রেটারী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব জসিম উদ্দিন সরকার।

কর্মশালার শুরুতেই পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন রাজশাহী মহানগরী উলামা সেক্রেটারী মাওলানা মোঃ রুহুল আমীন এবং এতে “তৃণমূল নির্বাচনে প্রচার কৌশলঃ প্রস্তুতি ও করণীয়” বিষয়ে আলোচনা পেশ করেন থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা সেক্রেটারী মোঃ মাহবুবুর রহমান ও সঞ্চালনা করেন থানা সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান।
এই প্রোগ্রামে প্রতিটি ভোট কেন্দ্র থেকে জামায়াত, শিবির, শ্রমিক কল্যাণ, পেশাজীবী ও উলামা জনশক্তি উপস্থিত ছিলেন।

