নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১:৩৫। ৩০ আগস্ট, ২০২৫।

রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে বাউবি এমবিএ প্রোগ্রামের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

জানুয়ারি ১৭, ২০২৫ ৪:১৬
Link Copied!

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ৯ম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৭ জানুয়ারী রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্রবর্তিত এমবিএ প্রোগ্রামে পড়া-শুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা, বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. জাহেদ মাননান। তিনি শিক্ষার্থীদের সহজ ভাষায় প্রোগ্রামের উপর দিক নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ  দুর্নীতিমুক্ত বাগমারা গড়ার প্রত্যয় বিএনপির নেতা পিতা-পুত্রের

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-আঞ্চলিক পরিচালক এমএস উম্মে সালমা নাজিফা। সভাপতিত্ব করেন বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।