নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। সকাল ১০:৫৮। ২৩ নভেম্বর, ২০২৫।

রাজশাহী সীমান্ত এলাকাতে মোটর সাইকেলসহ ফেন্সিডিল আটক

নভেম্বর ২২, ২০২৫ ৪:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) কর্তৃক চারঘাট সীমান্ত এলাকা হতে বহনকারী মোটর সাইকেলসহ ৬ বোতল ফেন্সিডিল আটক করে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত্রি আনুমানিক ১১টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি বিশেষ টহল দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন গোবিন্দপুর পাঁকা রাস্তার মোড় নামক স্থানে তাদের অবস্থান আড়াল করে রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  দুই মাঠেই হবে আইপিএলের সবগুলো ম্যাচ!

এ সময় বিজিবি টহল দল কর্তৃক সামনের দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে তল্লাশীর উদ্দেশ্যে থামালে মোটর সাইকেল আরোহী লাফ দিয়ে রাস্তার পাশে ঝোপের ভিতর পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক মোটর সাইকেল তল্লাশী করে একটি ব্যাগের ভিতর থাকা ৬ বোতল ফেনসিডিলসহ মোটর সাইকেলটি (Wuyang 125cc) আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ২২ বছর পর ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

আটককৃত মাদকদ্রব্য এবং মোটর সাইকেল চারঘাট থানায় জমা দেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।