নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১২:০৯। ১৮ জানুয়ারি, ২০২৬।

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ

জানুয়ারি ১৭, ২০২৬ ৭:৪৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে সফল অভিযানে নিষিদ্ধ ভারতীয় সিরাপ জব্দ করেছে।

শনিবার সংবাদ বিজ্ঞপ্তি মারফত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানান, ১৭ জানুয়ারি রাত আনুমানিক ১২:৫৫ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র নিয়মিত টহল দল টহল চলাকালীন সময় গোপন তথ্যের ভিত্তিতে দেখতে পায় যে, একজন চোরাকারবারী আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে মাথায় একটি বস্তা নিয়ে সরিষা ক্ষেতের দিকে আসছে।

আরও পড়ুনঃ  বিজিবি’র সফল অভিযানে দুই জন আসামীসহ বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

টহল দল কর্তৃক উক্ত চোরাকারবারাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা বস্তাটি ফেলে রাতের অন্ধকারে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল উক্ত বস্তা হতে ভারতীয় BRONCOF-C সিরাপ-২৬ বোতল, MONOGOLD সিরাপ-৩ বোতল এবং ZEBISCAN সিরাপ- ৯ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করবে ইরান, আশঙ্কা পশ্চিমাদের

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।