স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হওয়ায় মো. মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নগরীর বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে ফুলেল শুভেচ্ছা জানান তৃণমূল নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আশরাফ জামান আব্বু, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম এখলাস আহমেদ রমি, শ্রমিক দলের নেতা শফিকুল ইসলাম, যুবনেতা রোকুনুজ্জামান রোকন প্রমুখ।
শুভেচ্ছা জানাতে আসা নেতারা বলেন, তৃণমূল নেতাকর্মীরা মিনুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আসন্ন নির্বাচনে মাঠে থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মিনু রাজশাহীবাসীর আস্থা অর্জন করে বিজয়ী হবেন।
এসময় মো. মিজানুর রহমান মিনু নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজশাহী হবে অগ্রণী ভূমিকার শহর। দলের নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জনগণের ভোটে পরিবর্তনের জোয়ার থামানো যাবে না।”

