নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। সকাল ১০:৪১। ২৩ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে জরিমানা

আগস্ট ১৮, ২০২৫ ৫:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর হড়গ্রাম বাজার ও হরিয়ান বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও ব্যবহারবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক তাছমিনা খাতুন।

আরও পড়ুনঃ  বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের পরিদর্শক নীল রতন সরকার। অভিযানে সহযোগিতা করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল।

অভিযানে ৪টি দোকান থেকে ২ হাজার ৯৯০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ এবং একটি কারখানা থেকে ৬২ বস্তা পলিদানা জব্দ করা হয়। এ সময় দোকান মালিকদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয় ও উৎপাদনের অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, অবৈধ পলিথিন শপিং ব্যাগ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।