নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ১১:১৫। ১৪ জুলাই, ২০২৫।

রাজশাহীতে অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি মাদকসহ গ্রেপ্তার

জুলাই ১৪, ২০২৫ ৫:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল বাবু ওরফে বাবুল ওরফে বাবলু (৩৫)। তিনি নগরের মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার বাসিন্দা।

রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-৫ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ৬৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাগমারায় ড. মুহাম্মদ আবদুল মুমীত এঁর "ঘটনাবহুল ৩৬ জুলাই" গ্রন্থের মোড়ক উন্মোচন

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোহেল বাবু একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও অস্ত্র কারবারি। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক বিক্রি করে আসছিলেন। ২০২২ সালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের সময় তিনি হাতেনাতে গ্রেপ্তার হন। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এ মামলায় চলতি বছরের ১৩ এপ্রিল রাজশাহীর একটি আদালত তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে শতভাগ পাস, সবাই জিপিএ-৫

র‌্যাব জানায়, গোয়েন্দা দলের নিবিড় নজরদারির পর তাঁর অবস্থান নিশ্চিত হলে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।