নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:০৫। ১৩ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আগস্ট ৮, ২০২৫ ১:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন (রেলের পাত) ভেঙে যাওয়ায় সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে আড়াই ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন সাড়ে নয়টার দিকে নন্দনগাছী অতিক্রম করে। বাংলাবান্ধা ট্রেন চলে যাওয়ার পর রেল লাইন ভাঙা দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন ও রেল বিভাগকে অবহিত করেন। পরে রেলের কর্মীরা ভাঙা লাইন মেরামত শুরু করেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেললাইনে ভাঙ্গা শোনার পর রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো। এরপর শুরু হয় লাইন মেরামতের কাজ ৷ প্রায় আড়াই ঘন্টা কাজ করা হয়েছে।

তিনি আরো বলেন, রেললাইন ভাঙা থাকায় রাজশাহী থেকে ঢাকাগামী ধুমকেতু, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিলো। লাইন মেরামতের কাজ সম্পন্ন হয় ধীরে ধীরে এসব ট্রেন ছেড়ে গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।