স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। সোমবার দিবসটি পালন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। এ উপলক্ষে সকাল ৯টায় নগরের লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় হাসপাতাল ভবন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের সহসভাপতি খন্দকার এনায়েত হোসেন বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহীর আজীবন সদস্য এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং কর্মরত নার্স স্টাফদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।