নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:৫৩। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুলাই ২৫, ২০২৫ ১১:৪১
Link Copied!

স্টাফ রিপোর্টার: শুক্রবার ২৫ জুলাই রাজশাহী নগরীতে উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দাবা প্রতিযোগিতার আয়োজন করে মন্ডল স্পোর্টিং ক্লাব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাসিক ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু বাক্কার কিনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল স্পোর্টিং ক্লাবের সভাপতি আতিকুর রহমান এলেন, প্রশিক্ষক আবু তাহের, রাশেদুল হক রাসেল প্রচার সম্পাদক মন্ডল স্পোর্টিং ক্লাব, আক্তার হোসেন উজ্জ্বল প্রবীর চন্দ্র সাহা। বিচারক বা জাতীয় আরবিটর দায়িত্ব পালন করেন আসাবুবুর রহমান। প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন মন্ডল স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মিল্টন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চাপাতির কোপে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

প্রতিযোগিতায় সর্ব্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম স্থান অর্জন করে এস এম কুতাইবা বিপ্লব দ্বিতীয় স্থান অর্জন করে এসকে এমডি আব্দুল মুত্তালিব তৃতীয় স্থান অর্জন করে রেজাউল করিম, চতুর্থ থেকে দশম স্থান অর্জনকরে যথাক্রমে মতিউর রহমান, শাহা প্রবীর চন্দ্র, মোনায়েম হোসেন, মিনহাজুর রহমান, ওবাইদা নিপুণ, মাসুদ রানা ও মোরশেদুল হোসেন। ক্যাটাগরি অনুযায়ী পুরস্কার অর্জন করে পঞ্চাশোর্ধ ক্যাটাগরীতে ওবায়দুল্লাহ আল ফারুক,ননরেটেড ক্যাটাগরীতে নাইমুর রহমান, স্কুল শিক্ষার্থী ক্যাগরীতে আশরাফুল ইসলাম, মন্ডল স্পোর্টিং ক্লাবের সেরা দাবাড়ু হিসেবে পুরুষ্কার পান হাবিবুল্লাহ, বিশেষ পুরুষ্কার পান যথাক্রমে ফারবি রহমান ও আয়েশা সিদ্দিকা।

আরও পড়ুনঃ  বাবার ওপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

দাবা প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে মন্ডল স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিল্টন বলেন, “রাজশাহীতে দাবা খেলোয়াড়দের অনেক সমস্যা, আর্থিকভাবে সরকার ও সমাজের বিত্তশালীদের দাবা প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য আহবান জানান এবং রাজশাহীতে দাবা খেলোয়াড়দের নিয়ে দাবা সমিতি গঠন করে দাবাড়ুদের বিভিন্ন সমস্যা সমাধান করার।”

আর্থিক সমস্যার জন্য জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করা সম্ভব হয়না বলে জানান মন্ডল স্পোর্টিং ক্লাবের সভাপতি আতিকুর রহমান এলেন। তিনি আরও বলেন, “রাজশাহীতে মন্ডল স্পোর্টিং ক্লাব দাবাড়ুদের নিয়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতি বছরই দাবা প্রতিযোগিতার আয়োজন করে, আমাদের ক্লাবে দাবা প্রশিক্ষণের ব্যবস্থা আছে, জাতীয় পর্যায়ের প্রশিক্ষক ও আরবিটর আছে, আমরা চাই রাজশাহীর ছাত্র ও যুবসমাজ বিপথগামী না হয়ে বিভিন্ন খেলাধুলায় নিয়োজিত থেকে রাজশাহীর সুনাম বয়ে আনুক।”

আরও পড়ুনঃ  আমার বিশ্বাস বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা আরও বেশি : শফিকুর রহমান

তিনি আরও বলেন দাবার মাধ্যমে রাজশাহী ও মন্ডল স্পোর্টিং ক্লাবের নাম বিশ্বের দরবারে সমুজ্জ্বল হোক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।