স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে ওই বাড়িতে মাটির ঘরে থাকতেন মনিরুল। পরিবারের চার সদস্যই মারা গেছে। মনিরুল ঋণগ্রস্ত ছিল বলে জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাকিদের হত্যার পর আত্মহত্যা করেছে মনিরুল।
আবদুল মালেক নামে একজন বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) গাজিউর রহমান, পিপিএম বলেন, “আমরা ঘটনা স্থলে গিয়ে মিনারুলের ঝুলন্ত মরদেহসহ তার স্ত্রী ও সন্তানদের লাশ উদ্ধার করি, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিনারুলের স্ত্রী সন্তানদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে সেখানে মিনারুল অভাব ও ঋণগ্রস্ততার কারনে এমন করেছে।
তিনি আরও জানান,” আমরা চিরকুট টা অদৌ মিনারুলের লিখা কিনা সেটা যাচাই-বাছাই করবো তার কোথায় ঋণ ছিলো সেগুলোও তদন্ত করো।