অনলাইন ডেস্ক : রাজশাহীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগের সকল জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির ডাক দেয় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোট রাজশাহী বিভাগীয় কমিটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন দফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা দেশব্যাপি আন্দোলন করছেন। মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেয়াসহ তাদের অন্য দুটি দাবি মধ্যে রয়েছে- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসাভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশি জোট রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পালপুর-ধরমপুর কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, রাজশাহী বিভাগের সকল কলেজ, স্কুল এবং মাদ্রাসার শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তারা ক্লাসে যাননি। তিন দফা দাবির পক্ষে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।