নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৯:২৮। ২৫ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১

নভেম্বর ২৪, ২০২৫ ১১:৪৭
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‍্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ১১টা ১০ মিনিটে মাদারপুরের ডিমভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-৫ জানায়, গ্রেফতারকৃত সিয়াম (১৯) দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে বিপুল পরিমাণ হেরোইন সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ করে রাখত এবং দেশের বিভিন্ন স্থানে সুকৌশলে তা সরবরাহ করত। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সিয়ামের বাড়ির চালাঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ডও জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল : সুপ্রীম কোর্টের রায়

র‍্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে সিয়াম যুক্ত ছিল। চক্রের সদস্যরা বিভিন্ন ছদ্মবেশে সীমান্তের ওপার থেকে হেরোইন চোরাচালান করত। সিয়ামও বেশ কয়েকবার বড় চালান দেশে সরবরাহ করেছে বলে র‍্যাবকে জানিয়েছে। এর আগেও তাকে গ্রেফতারের চেষ্টা করা হলেও সে পালিয়ে আত্মগোপনে চলে যেত।

আরও পড়ুনঃ  গভীর রাতে 'ধারালো অস্ত্র' নিয়ে ডাকাতি স্টাইলে মেজরের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেছে যে, ঘটনার দিন পদ্মার চর এলাকায় গিয়ে হেরোইনের চালান সংগ্রহ করে বাড়িতে এনে লুকিয়ে রাখে। উপস্থিত সাক্ষীদের সামনে সেখান থেকেই মাদকটি উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নয়, সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের- প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

গ্রেফতারকৃত সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। র‍্যাব-৫ জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।