স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ।
আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: তমাল হোসেন (৩২) ও মো: সুমন রেজা (৪০)। তমাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার এলাকার মো: সাজ্জাদ হোসেনের ছেলে ও সুমন একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মো: মিজানুর রহমানের ছেলে। অপরদিকে দামকুড়া থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হলেন মো: ইফতার আহম্মেদ (২২) ও মো: সেলিম (৩৫)। ইফতার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জামিনপুর এলাকার মৃত কুসিমুদ্দিনের ছেলে এবং সেলিম একই এলাকার মো: বুদ্ধুর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: রিয়াজুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে চন্দ্রিমা থানার এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত পৌনে ৯ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় আসামি তমাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি তমাল ও সুমনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
অপরদিকে দামকুড়া থানার এসআই মো: মাসুন কবির ও তার টিম গতকাল ১৮ জুলাই বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি ইফতার ও সেলিমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি