নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৮:২৫। ২১ জুলাই, ২০২৫।

রাজশাহীতে চুরির তিন দিনের মাথায় ডাকাতি : আতঙ্কে এলাকাবাসী

জুলাই ১৯, ২০২৫ ৮:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চলে চুরির তিন দিনের মাথায় এবার চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে চকরাজাপুর ইউনিয়নের চর কালিদাসখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ২০–২৫ জনের মুখোশধারী ডাকাতদল নদীপথে নৌকায় এসে রাত দেড়টা থেকে সাড়ে ৩টার মধ্যে চারটি বাড়িতে ডাকাতি করে। তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা, প্রায় ৬ ভরি ১০ আনা স্বর্ণালংকার, ৫ ভরি রুপার গহনা ও ৮টি মোবাইল ফোন লুট করে নেয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জনসহ মোট গ্রেপ্তার ৩৮

ভুক্তভোগী লতিফ মোল্লা জানান, তার বাড়ি থেকে ১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণের আংটি, দুল, চেইন ও ২টি মোবাইল নিয়ে গেছে। ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে নেওয়া হয় নগদ ২৮ হাজার টাকা, স্বর্ণ ও রুপার গহনা এবং একটি মোবাইল। ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে লুট হয় নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণ-রুপার গহনা ও ৩টি মোবাইল। আবদুর রাজ্জাকের বাড়ি থেকে ডাকাতরা নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও ২টি মোবাইল লুট করে।

আরও পড়ুনঃ  জামায়াতের সমাবেশে যোগ দিতে ঢাকায় আসছেন নেতাকর্মীরা

এর আগে গত মঙ্গলবার (১৫ জুলাই) রাতে একই ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারের পাঁচটি দোকানের তালা ভেঙে প্রায় তিন লাখ টাকার মালামাল চুরি হয়।

চকরাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম বলেন, গত এক মাসে এ এলাকায় অন্তত ১০টি চুরির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জুলাই শহীদ দিবসে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাঘা-চারঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “অভিযান চালিয়ে দ্রুত ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।