নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ৮:৫৪। ১০ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে চোরাই বাইসাইকেলসহ গ্রেপ্তার ১

আগস্ট ৯, ২০২৫ ৬:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২টি চোরাই বাইসাইকেল উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: মাসুদ রানা (৩৭), রাজশাহী নগরীর কাটাখালী থানার কাপাসিয়া সরকারপাড়া এলাকার মৃত সুলতান আলীর ছেলে।

আরও পড়ুনঃ  পাকিস্তানের বিপক্ষে মিরপুরের উইকেট দেখে হতাশ ছিলেন সিমন্সও

পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার ৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাপাসিয়া সরকার পাড়ায় এক ব্যক্তি বিভিন্ন চোর চক্রের কাছ থেকে চোরাই বাইসাইকেল ক্রয় করে নিজের বাড়িতে মজুত রেখেছে।

আরও পড়ুনঃ  বিসিবির বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বুলবুল, আলোচ্যসূচি কী?

পরবর্তীতে থানা পুলিশের টিম রাত পৌনে ২টায় কাপাসিয়া সরকার পাড়ায় অভিযান পরিচালনা করে আসামি মাসুদ রানাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ২টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় চুরির মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।