নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১১:৪৫। ৩০ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগ

আগস্ট ৩০, ২০২৫ ১০:২০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর নগরীর গণপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার সূত্রপাত হয় ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেন, যেমন– ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’।

আরও পড়ুনঃ  বাগমারায় রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত

মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা সেনাবাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন

মিছিল সাহেববাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন কর্মী জাতীয় পার্টির রাজশাহী জেলা ও মহানগর  কার্যালয়ে হামলা চালিয়ে দরজা ও কক্ষে ভাঙচুর করেন। ভেতরের আসবাবপত্র ও ছবি রাস্তায় এনে আগুন ধরানো হয়।

এ বিষয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগরে আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন বলেন, জোর করে রাজনীতি করা যায় না। আমরা অপরাধ করলে দেশের আইন অনুযায়ী আমাদের শাস্তি হোক। এই ঘটনায় আমরা চরমভাবে মর্মাহত। এমন ঘটনা আসলে কারও কাম্য নয়।

আরও পড়ুনঃ  বেনাপোল পুটখালী সীমান্ত চরের মাঠে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ পৌঁছানোর আগেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।