নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১২:০৮। ১০ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে জুয়ার সরঞ্জামাদিসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৫ ৬:৪৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মুকেশ সরকার (৪৫) রাজশাহী নগরীর মতিহার থানার বাসিন্দা, মো: পলাশ (৪৫), পারভেজ (৪৫), মো: জাহাঙ্গীর আলাম (৫২), মো: জনি (৪৫) এবং শ্রী সুমন (৪৫) বোয়ালিয়া মডেল থানার বসিন্দা।

আরও পড়ুনঃ  চাঁদাবাজি নিয়ে লাইভের পর সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

ঘটনা সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট দিবাগত রাতে এসআই রিমন হোসাইন ও তার টিম মহানগরীতে রাত্রীকালীন ডিউটি করছিলেন। এসময় তারা জানতে পারেন, বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

আরও পড়ুনঃ  জুলাই ঘোষণাপত্রে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি : শিবির সভাপতি

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি দিবাগত রাত সাড়ে তিনটায় বোয়ালিয়া থানার সোনাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ২ হাজার একশত টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।