নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৩০। ১৫ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক 

ডিসেম্বর ২৩, ২০২৩ ৯:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ৫১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্রজামিরা নামক এলাকায় অপারেশন পরিচালনা করে আশিকুর রহমন ওরফে আশিক (২৩) নামের এই যুবককে আটক করে র‌্যাব সদস্যরা। আশিকের বাড়ি ওই এলাকায়। বাবার নাম জামাল উদ্দিন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ৩

র‌্যাব জানায়, আশিকের বসতবাড়ীতে নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট আছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির শয়ন কক্ষে থাকা ড্রেসিং টেবিল এর ড্রয়ারে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

আরও পড়ুনঃ  গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজের প্রতিবাদ সভা

আটককৃত ব্যক্তি আরো জানায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধভাবে মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। এ ঘটনায় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।