নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১১:১৬। ১৪ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৫ ৬:০০
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিক্রয়ের নগদ পাঁচ হাজার ৮০ টাকাসহ একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) মো: গাজিউর রহমান, পিপিএম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  নিউ মার্কেট থেকে দেওয়া হতো অস্ত্র ভাড়া ও ফ্রি হোম ডেলিভারি

গ্রেফতার আসামি হলেন রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার বাসিন্দা আল-আমিন ওরফে রবিন (২৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সোয়া ৯টায় আরএমপি ডিবির এসআই রিমন হোসাইন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধারের অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উত্তর নওদাপাড়ায় আসামি রবিন তার বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে।

আরও পড়ুনঃ  বাগমারায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সংবাদের সত্যতা যাচাই করে ডিবি পুলিশের ওই দল সেখানে অভিযান চালায় এবং রবিনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  টানা বৃষ্টিতে ডুবে গেছে নয়াদিল্লি

গ্রেফতার আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।