নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সকাল ১১:৫২। ৭ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

জুলাই ১৪, ২০২৩ ৮:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একটি গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে রাজশাহীর কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৫)। রাজশাহী নগরীর হড়গ্রাম এলাকায় তার বাড়ি। আহত ব্যক্তির নাম সোহেল রানা (৩০)। তার বাড়ি নগরীর তেরোখাদিয়া এলাকায়। একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক ছিলেন বাচ্চু। এই কোম্পানীর বিক্রয়কর্মী আহত সোহেল।

নগরীর কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। সোহেল চিকিৎসাধীন।

বিকালে আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসআই আজাহার উদ্দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।