নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ১১:১৭। ২৩ মে, ২০২৫।

রাজশাহীতে দেশী গরু ভারতীয় বলে আটক, বিজিবির সামনে বিক্ষোভ

মে ২১, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ২৪টি গরু সড়ক থেকে জব্দ করে কাস্টমস অফিসে সোপর্দ করেছে বিজিবি। এই ঘটনায় বুধবার দুপুরে গরুগুলির মালিক ও হাট ইজারাদাররা রাজশাহী বিজিবি অফিস ঘেরাও করে বিক্ষোভ করে। এ সময় তারা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে গরু মালিকদের একটি প্রতিনিধি দল গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

গরুর মালিকরা জানান, কুরবানি ঈদকে সামরে রেখে তারা বিভিন্ন গ্রাম ও হাট থেকে গরু কিনে নিয়ে ছাড়পত্রসহ যানবাহনে করে যাচ্ছিলেন। এসময় রাজাবাড়ি বিজিবি চেকপোস্ট থেকে সেই গরুগুলো জব্দ করে বিজিবির সদস্যরা।

আরও পড়ুনঃ  বাগমারায় ডিস লাইনের বৈদ্যুতিক শকে ঝরে গেল মহিলার তাজা প্রাণ

গরুর ব্যবসায়ী ও হাট ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার বাগধানী, বাগসারা ও দুয়ারী এলাকায় বিজিবি অভিযান চালিয়ে চার গাড়ি গরু জব্দ করে। মোট ২৪টি গরু নিয়ে আনা হয় বিজিবির সদর দপ্তরে। এই খবর পেয়ে ব্যবসায়ীরা দুপুরের দিকে জড়ো হন বিজিবির সদর দপ্তরে। তাদের সঙ্গে হাটের বিভিন্ন পর্যায়ের ইজারাদার ও অন্যান্য গরু ব্যবসায়ীরাও যোগ দেন। তারা সেখানে নানা স্লোগান দেন। পরে বিজিবির সদস্যরা তাদের মহাসড়ক ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে তারা রাস্তা ছেড়ে দেন।

আরও পড়ুনঃ  বাগমারায় আল বায়া এনজিও সংস্থার প্রতারণার শিকার ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

গরু ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সকালে পবার দুয়ারী মোড় দিয়ে তানোর থেকে সিটি হাটের উদ্দেশে গরু আনছিলেন। তাদের গাড়িতে মোট আটটি গরু ছিল। গরুগুলো তারা তানোরের বিভিন্ন গ্রামের চাষীদের থেকে কিনেছেন। সেগুলো নিয়ে চলে এসেছে বিজিবি। এগুলো দেশিয় গরু, ভারতের না।

আরও পড়ুনঃ  নগরীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

এই বিষয়ে বিজিবির সাথে যোগাযোগ করা হলেও তাদের কোন বক্তব্যে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী বিজিবির এক কর্মকর্তা জানান, গরুগুলো ভারত থেকে চোরাই পথে আনা। জব্দ করা গরুগুলো আইন মেনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।