নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। সকাল ৮:১১। ২১ জুলাই, ২০২৫।

রাজশাহীতে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৫ ৬:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুকুরের পানিতে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রাজশাহীর হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকুরে ডুবে তার মৃত্যু হয়।

সূর্য নগরীর বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার ইসহাক আলীর ছেলে। সে শিরোইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের লিডার আব্দুর রাজ্জাক জানান, দুপুরে অন্য তিন বন্ধুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে সূর্য। সে সাঁতার জানত না। পানিতে তলিয়ে গেলে তারা খবর পান।

আরও পড়ুনঃ  রাজশাহীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

পরে ডুবুরি দল তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।