নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। সন্ধ্যা ৬:৩৮। ১২ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে পুলিশ চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

নভেম্বর ১২, ২০২৫ ৩:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার মোড়ে চেকপোস্টে ৩শ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: শাকিল (২৪) ও মো: মিলন হোসেন (২৩)। শাকিল রাজশাহী’র গোদাগাড়ী উপজেলার আচুয়া গ্রামের মো: মুখলেসুর রহমানের ছেলে এবং মিলন একই গ্রামের মো: মুক্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাশিয়াডাঙ্গা মোড়ের চেকপোস্টে সন্দেহজনকভাবে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসা মোটরসাইকেলযোগে দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ৩শ গ্রাম হেরোইন উদ্ধার করে। গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় রাজশাহী নগরসহ দেশের বিভিন্ন জেলায় হেরোইন সরবরাহ ও বিক্রয় করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।