নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৬:৫০। ২৬ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহীতে পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

জুলাই ২৪, ২০২৫ ৬:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ১কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: জহুরুল ইসলাম (২৭) রাজশাহী জেলার মোহনপুর থানার হরিহরপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৩ জুলাই রাতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল বারী ইবনে জলিল এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মীর আরমান হোসেন ও তার টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে থানা এলাকার পূর্ব রায়পাড়া এলাকায় একজন গাঁজা বিক্রি করছে।

আরও পড়ুনঃ  সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স : ম্যাক্রোঁ

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ১১টায় কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জহুরুলকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ১কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাজনিত দুর্যোগ-পরবর্তী আমাদের করণীয় কী?

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।