নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৯:০৬। ১৬ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই বাইসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেপ্তার ৩

আগস্ট ১২, ২০২৫ ৮:৫৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার পৃথক অভিযানে একটি চোরাই বাইসাইকেল ও একটি দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে চন্দ্রিমা থানা পুলিশ।

বাইসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সাইফুল ইসলাম (২০) ও মো: সাইফুল ইসলাম (৩২)। বাইসাইকেল চুরির মামলার আসামি সাইফুল(২০) নাটোর জেলার সিংড়া থানার মির্জাপুর কলেজপাড়ার মো: শাহ আলমের ছেলে এবং ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুল(৩২) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মো: আকবর আলীর ছেলে। চাইনিজ কুড়ালসহ গ্রেপ্তারকৃত মো: রায়হান (২৬) রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মো: মতিউর রহমানের ছেলে।

আরও পড়ুনঃ  অবৈধ ভাটা বন্ধ না হলে উপদেষ্টা রিজওয়ানাকে চেয়ারে রাখব না: হুঁশিয়ারি এনসিপি নেতার

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী ১১ আগস্ট বেলা সোয়া ১১টায় কৃষি অনুষদের সামনে তার বাইসাইকেল রেখে ভিতরে যান। কিছু সময় পর ফিরে এসে দেখেন বাইসাইকেলটি নেই। পরে বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যারেজ গার্ডের মাধ্যমে জানতে পারেন, একজন চোরকে ভবনের গেটের সামনে আটক রাখা হয়েছে।

শিক্ষার্থী সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে তার বাইসাইকেল চোর হিসেবে শনাক্ত করেন। চোর চুরির কথা স্বীকার করলে উত্তেজিত শিক্ষার্থীরা তাকে মারপিট করে। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি সাইফুল (২০) কে হেফাজতে নেয় এবং তার বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা রুজু করে।

আরও পড়ুনঃ  এবার একশ’ হলো না বাংলাদেশের, হারল বিশাল রানে

চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: আব্দুল হাকিম সরকার ও তার টিম অপর আসামিকে গ্রেপ্তার ও বাইসাইকেল উদ্ধারের অভিযান চালান। গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তি অনুযায়ী, চোরাই বাইসাইকেলটি দায়রা পার্ক এলাকার ভাংগাড়ি ব্যবসায়ী সাইফুলের কাছে বিক্রি করা করেছে। পরবর্তীতে ঐ দোকানে অভিযান চালিয়ে বাইসাইকেল উদ্ধারসহ ব্যবসায়ী সাইফুলকে গ্রেপ্তার করে চন্দ্রিমা থানা পুলিশ।

অপরদিকে, এসআই মো: রওশন আলম ও তার টিম গতকাল ১১ আগস্ট থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার ডিউটি চলাকালে খবর পান যে, চন্দ্রিমা থানার জামালপুর ওলি বাবার মাজার গেটে এক বখাটে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র (চাইনিজ কুড়াল) দিয়ে আঘাত করেছে। খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বখাটে রায়হানকে গ্রেপ্তার ও অস্ত্রটি জব্দ করেন।

আরও পড়ুনঃ  মিরাজ-রিশাদের ঘূর্ণিতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান

জিজ্ঞাসাবাদে জানা যায়, একইদিন রাত ৮টার দিকে ভুক্তভোগী তার বাড়িতে ফেরার পথে রায়হানের সঙ্গে ধাক্কা লাগে এবং কথা কাটাকাটি হয়। ঐ ঘটনার জের ধরে রাত ১১টার দিকে রায়হান ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাথাড়ি চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে সে চাইনিজ কুড়াল দিয়ে ভুক্তভোগীর মাথায় আঘাত করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।