নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:৪৩। ৩০ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক দুই মেয়র

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১১:১০
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহীর সাবেক সিটি মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে একদিনে ঢাকায় ৪ মৃত্যু, হাসপাতালে ৮৪৫

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি নগরীর গণকপাড়া থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুনঃ  জাপানে ক্যাম্প হচ্ছে না ঋতুপর্ণাদের

পরিদর্শনকালে তিনি বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এ আনন্দমুখর পরিবেশ সারাদেশেই অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।”

আরও পড়ুনঃ  নির্বাচনে কোনো বিশেষ দলকে জিতিয়ে দিতে চাইলে জনগণ ছেড়ে দেবে না: রিজভী

এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপির নেতাকর্মীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।