নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। সকাল ৬:০৩। ১৮ জুলাই, ২০২৫।

রাজশাহীতে বিনামূল্যে মিলছে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ওষুধ

জুলাই ১৭, ২০২৫ ৮:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

প্রাথমিকভাবে কমিউনিটি ক্লিনিকে গিয়ে রক্তচাপ পরিমাপ করে রোগীরা যদি এনসিডি কর্নারে এসে ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তাহলে নিয়মিত ফলোআপসহ তাদের চিকিৎসা ও ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

এই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রস্তুত করতে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টায় রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  দুই শিশুকে নিয়ে গুহায় বসবাস রাশিয়ান নারীর, উদ্ধার করল পুলিশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারহানা ইয়াসমীন শিখা।

প্রশিক্ষক হিসেবে ছিলেন—ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার এহসানুল আমিন ইমন এবং সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডা. প্রিতম সাহা।

আরও পড়ুনঃ  রাজশাহীর আদালত চত্বরে প্রকাশ্যেই নারীকে লাঞ্ছিত করলেন দুই কাজি

কর্মশালায় বক্তারা বলেন, “বাংলাদেশে বর্তমানে মৃত্যুর শতকরা ৭০ ভাগই হচ্ছে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগে। এর মধ্যে শতকরা ৩৪ ভাগ মৃত্যু হৃদরোগ ও স্ট্রোকে এবং শতকরা ১৯ ভাগ মৃত্যু হচ্ছে অকাল বয়সে।” তারা বলেন, “এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় সরকার উপজেলা পর্যায়ে এনসিডি কর্নার চালু করেছে, যেখানে সিমপল অ্যাপস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুনঃ  ‘১০ বছরে সামর্থ্যের অর্ধেকও দিতে পারেনি লিটন’

বক্তারা আরও বলেন, এই সেবা সম্পর্কে জনগণকে অবহিত করতে স্থানীয় সরকার প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা এবং শিক্ষক সমাজের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

কর্মশালায় মোহনপুর উপজেলার সব কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।