নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:১১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

রাজশাহীতে বিশ্ব হার্ট দিবস পালন

সেপ্টেম্বর ২৯, ২০২৫ ২:২৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব হাট দিবস। এবারের প্রতিপাদ্য ছিল – প্রতিটি হৃদস্পন্দনই জীবন৷

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর বাকীর মোড়ে এলাকায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা এভারকেয়ার হাসপাতালের হার্ট ফেইলিউর এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি ও কার্ডিয়াক ইলেকট্রোফিজিওলজির সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আতাহার আলী।

আরও পড়ুনঃ  জলাতঙ্ক নিয়ে সচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

এ সময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: মো: হাবিবুর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডা: এস আই এম রাজিউল করিম, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা: ইফতেখার হোসেন৷

আরও পড়ুনঃ  দুর্গাপুরে মুক্তিযোদ্ধা সংসদ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলোচনায় সভায় মূখ্য আলোচক ছিলেন, ন্যাশনাল হসার্ট ফাউন্ডেশনের চিফ কনসালটেন্ট এন্ড ডাইরেক্টর প্রফেসর ডা: মো: রইছ উদ্দিন মন্ডল।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

আয়োজনে বক্তারা বলেন, হৃদ্‌রোগ প্রতিরোধে সচেতনতা সবচেয়ে জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, পরিমিত খাদ্যাভ্যাস ও ধূমপানমুক্ত জীবন হৃদ্‌রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আরও পড়ুনঃ  ভারতের যেসব দুর্বলতায় ফাইনালে আশা দেখতে পারে পাকিস্তান

অনুষ্ঠানে হৃদ্‌রোগ প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনা, সাধারণ রোগীদের জন্য পরামর্শ ও বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।

বিশ্ব হৃদ্‌দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।