নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সকাল ৭:০২। ২ জুলাই, ২০২৫।

রাজশাহীতে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার ৫

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৮:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে। আরএমপির ডিবি পুলিশ ২৯ লিটার দেশী মদ ও ১ বোতল কেরু মদসহ ৪ ব্যক্তিকে ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।

ডিবি পুলিশশের হাতে গ্রেপ্তার আসামিরা হলেন- পবা থানার নওহাটা হালদার পাড়ার শ্রী বিশ্বনাথ হালদারের ছেলে শ্রী দিলিপ কুমার হালদার(৪৮), একই থানার শ্রীপুরের মো: কাজেম সরকারের ছেলে মো: হাসেম আলী (৩৮), নওহাটা বাজারের মৃত আলহাজ্ব কাজীম উদ্দিনের ছেলে মো: কামরুল হাসান (৪৫) এবং শাহ্মখদুম থানার নওদাপাড়ার মৃত ডা: আব্দুর রহমানের ছেলে মো: আতাউর রহমান (৪৫)।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে রাস্তা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে এনসিপি নেতা সহ আহত ৬

এদিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামি হলেন মো: রাকিব আলী (২৩)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাজারদিয়া পূর্বপাড়ার মো: আসলাম উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  বাগমারা উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

ঘটনা সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে ডিবি পুলিশ পবা থানার নওহাটা হালদার পাড়া হতে মদ সেবন করা অবস্থায় আসামি হাসেম আলী, কামরুল হাসান ও আতাউর রহমানকে গ্রেফতার করে এবং আসামি দিলিপ কুমার হালদারকে ২৯ লিটার দেশী মদ ও ১ বোতল কেরু মদসহ গ্রেফতার করে।

অপর দিকে সন্ধ্যায় কশিয়াডাঙ্গা থানা পুলিশ সায়েরগাছা এলাকা হতে আসামি রাকিব আলী ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র পবা থানা ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।