নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৮:১৯। ২৫ নভেম্বর, ২০২৫।

রাজশাহীতে যানবাহন তল্লাসী করে ভারতীয় মালামাল আটক

নভেম্বর ২৫, ২০২৫ ১২:০২
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার ২৪ নভেম্বর আনুমানিক সাড়ে তিন টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বেলপুকুর চেকপোস্টে বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাঘা হতে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্টো ব-১২-১৮৯২) চোরাচালানী অভিযান পরিচালনার উদ্দেশ্যে তল্লাশি করে।

আরও পড়ুনঃ  রাজধানীর ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করল রাজউক

তল্লাশি করে বাসের বক্সের মধ্যে একটি বড় বস্তা পাওয়া যায়। সন্দেহ জনক মনে হলে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটির মালিকানা জানতে চাওয়া হলে বাসে থাকা যাত্রীদের মধ্যে কেউ বস্তার মালিকানা স্বীকার করেনি। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটির মধ্যে থেকে মালিকবিহীন ভারতীয় কাশ্মীরি লেডিস শাল- ০৫ পিস, ভারতীয় বেনারশি শাড়ী- ০২ পিস, ভারতীয় সিল্ক শাড়ী- ১২ পিস ও ভারতীয় বড় কম্বল- ০৮ পিস জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত

জব্দকৃত চোরাচালানী মালামাল রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।