নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ১২:২৫। ১২ অক্টোবর, ২০২৫।

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন গ্রেপ্তার

অক্টোবর ৯, ২০২৫ ১১:৩৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ অভিযান চালান র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুনঃ  রাকসু নির্বাচনের শঙ্কা কাটল, আন্দোলনে যাচ্ছেন না শিক্ষক-কর্মকর্তারা

গ্রেপ্তার চারজন হলেন- ওই গ্রামের জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শরিফুল ইসলাম সিজান (৩৪) ও খানপুর গ্রামের রতন আলী (২৫)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপে দলে দলে ফিরছে গাজাবাসী

তিনি জানান, এদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাতা, ১১টি মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ছয় পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এই অভিযান চালানো হয়। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ  মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

আর গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।