নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সন্ধ্যা ৬:৫৯। ১৮ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে রি-জেন প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগস্ট ১৮, ২০২৫ ১:৪৮
Link Copied!

সজল মাহমুদ, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের সরিত দত্ত গুপ্ত কনফারেন্স রুমে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হলো “রি-জেন প্রজেক্ট”-এর অবহিতকরণ সভা। সভায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন এনজিও, সিডিসি সভাপতি ও গণমাধ্যমকর্মীসহ ৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিও শেখ মোঃ মামুন এবং প্রধান গবেষণা কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান। ডাসকো ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর (গভর্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস) জাহাঙ্গীর আলম এবং প্রকল্প ফোকাল মদন দাস। এছাড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাসমিনা খাতুন, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ছাত্র সমন্বয়ক মোঃ সোহাগ সরদার সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  নারী সাফের সংবাদ সম্মেলনেও ‘পাঙাস মাছ’ প্রসঙ্গ

সভায় বক্তারা বলেন, ক্লাইমেট ব্রীজ ফান্ড ও ডাসকো ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়িতব্য এই প্রকল্প রাজশাহী সিটি কর্পোরেশনের জলবায়ু অভিবাসী ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রাথমিকভাবে ৫, ২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের তিনটি বসতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যেখানে প্রায় ৩ হাজার ৭৩ জন মানুষ সরাসরি সুবিধাভোগী হবেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

স্বাগত বক্তব্যে প্রধান গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও টেকসই সেবা নিশ্চিত করা।

প্রধান অতিথির বক্তব্যে সিইও মোঃ রেজাউল করিম বলেন—
“রি-জেন প্রজেক্টের আওতায় টয়লেট নির্মাণ, সাবমারসিবল পাম্প স্থাপন, ঘরবাড়ি পুনঃনির্মাণসহ যেসব কাজ হবে, তা মানসম্মত ও দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য হতে হবে। পাশাপাশি অন্যান্য এনজিওর সঙ্গে সমন্বয় করে কাজ করলে আরও বেশি মানুষ উপকৃত হবেন।”

আরও পড়ুনঃ  পাকিস্তানে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাসমিনা খাতুন বলেন—
“এই প্রকল্প জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে। প্রকল্প কর্মকর্তারা যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তরও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

উল্লেখ্য, ব্র্যাকের ক্লাইমেট ব্রীজ ফান্ড (সিবিএফ) দেশের ৩টি সিটি কর্পোরেশন ও ২টি পৌরসভায় জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করাই এসব প্রকল্পের মূল উদ্দেশ্য।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।