নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ৯:১০। ৩ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত

আগস্ট ২, ২০২৫ ৭:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রেমিটেন্স যোদ্ধা দিবস পালিত হয়েছে। ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভুত্থান স্মরণের অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোহা. জোবায়ের হোসেন। টিটিসি, রাজশাহীর অধ্যক্ষ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আখতার ও রাজশাহী মহিলা টিটিসির অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মূখ্য আলোচক ছিলেন রাজশাহী জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ব্যাংক, রাজশাহীর ব্যবস্থাপক মো. কামাল হোসেন এবং ওয়েল ফেয়ার সেন্টার, রাজশাহীর সহকারী পরিচালক আহসান হাবিব।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে বিলীন ৭০টি বাড়ি

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০২৪ সালে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ২৬ দশমিক ৯ বিলিয়ন ছাড়িয়ে গেছে। এর আগে এক বছরে বাংলাদেশে এত পরিমাণ রেমিটেন্স কখনো আসেনি। এর আগে রেকর্ড ছিলো ২০২১ সালের ২২ বিলিয়ন ডলার। আমরা আশা করছি, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ আরও বাড়বে। এ অর্থ দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিগত অর্থ বছরে রাজশাহী জেলার সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো ৭ জন রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে রেমিটেন্স যোদ্ধা, প্রবাস গমনেচ্ছু কর্মী, জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা, প্রবাস ফেরত কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দিনে দিনে পিছিয়ে যাচ্ছে: আমির খসরু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।