নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। বিকাল ৫:৩২। ১৮ আগস্ট, ২০২৫।

রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সম্রাজ্ঞী বুলবুলী গ্রেফতার

আগস্ট ১৮, ২০২৫ ১:১৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ১৭ আগস্ট রাত্রি ১১টা থেকে শুরু হয়ে ১৮ আগস্ট মধ্যোরাত ২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সৈকতে ভিন্ন রূপে চমক

গ্রেফতারকৃত নারীর নাম মোছা: বুলবুলি খাতুন (৫০)। তিনি মৃত আব্দুল মজিদের কন্যা ও মৃত মাহবুবুর রহমানের স্ত্রী। তার বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বাগানপাড়া (বাকির মোড়, হরিজন পল্লী) এলাকার ৬ নম্বর ওয়ার্ডে।

অভিযানে তার বাড়ি থেকে ৭৫ কেজি ২০০ গ্রাম দেশীয় মদ, সাত লাখ বিরানব্বই হাজার নয়শ বিরানব্বই টাকা নগদ অর্থ এবং সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে একটি অ্যান্ড্রয়েড ও ছয়টি বাটন সেট, প্রতিটিতে সিমকার্ড যুক্ত ছিল। এছাড়া কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়, যা পরবর্তীতে গ্রেফতারকৃত বুলবুলি খাতুনের ভাই মোঃ আলামিনের জিম্মায় দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুটি মামলা

অভিযান শেষে সেনাবাহিনী আসামি ও উদ্ধারকৃত মাদক রাজপাড়া থানায় হস্তান্তর করে। রাজপাড়া থানার এসআই শাহাদাত আলী সেগুলো গ্রহণ করেছেন।

এবিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া রাজপাড়া থানা পুলিশের মাধ্যমে চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে হাজির করানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।