স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলওয়ে স্টেশনে বিপুল পরিমান হেরোইনসহ ১ জন পেশাদার নারী মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশনে সাড়ে লাখ টাকার হেরোইন-সহ ৩২৪ গ্রাম হেরোইনসহ এক পেশাদার নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শনিবার (২৪ মে) বিকাল সোয়া ৩টায় পাকশী রেলওয়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এ তথ্য জানিয়েছে।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে বিরুদ্ধে পাকশী রেলওয়ে জেলার রাজশাহী রেলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।