নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১০:১৬। ১১ মে, ২০২৫।

রাজশাহীতে ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা

মে ২৬, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ২০ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বেঙ্গল ডলফিনস নামের একটি সংগঠন শুক্রবার সকালে এ আয়োজন করে। জেলা প্রশাসক শামীম আহমেদ প্রধান অতিথি হিসেবে এ দিন সকাল ৮টায় নগরীর টি-বাঁধ এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, সুস্থ শরীর ও মনের জন্য সাঁতার অত্যন্ত কার্যকরী খেলা। এ আয়োজনের মধ্য দিয়ে সাঁতারুদের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছাস প্রকাশ পেয়েছে। এ রকম আয়োজন নিয়মিত হওয়া উচিত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী সরকারি শারীরিক কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আহমেদ সাঁতারুদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিক, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সারাদেশ থেকে নাম নিবন্ধন করেছিলেন ৩০ জন। তবে ২৭ জন সাঁতারু অংশ নেন। তাঁরা সকাল ৯টায় রাজশাহী নগরীর টি-বাঁধের নিচ থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেন। এরপর ২০ কিলোমিটার সাঁতরিয়ে দুপুরে জেলার চারঘাট উপজেলার ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছান।

আয়োজকরা বলছেন, প্রতিবছর দেশে বহু মানুষ ও শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে। এই মৃত্যুহার কমাতে সকলকে সাঁতার শেখার আহবান জানাতে ও জনসচেতনতা তৈরী করতেই এ আয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।