নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১১:৩৬। ৩০ জুলাই, ২০২৫।

রাজশাহীতে ২১২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সেপ্টেম্বর ১৬, ২০২৩ ৭:৫০
Link Copied!

স্টাফ রিপোর্টার: চারঘাট উপজেলায় ২১২ বোতল ফেন্সিডিলসহ মো. আরিফুল ইসলাম জনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মো. আরিফুল ইসলাম জনি বেলপুকুর থানাধীন দক্ষিণ কাজিরপাড়া এলাকার মো. শমসের আলীর ছেলে।

আরও পড়ুনঃ  বিমান দুর্ঘটনার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৪ জনের অবস্থা গুরুতর

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ন্যাব-৫ এর পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, শুক্রবার দিনগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট পাশুন্ডিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যে আমের বাগানে একটি পুরাতন কর্কসীটের (মাছ বহনের কাজে ব্যবহৃত) ভিতর ২১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক ও ইসলামী স্থাপত্যশৈলীর নিদর্শন হিন্দা-কসবা শাহী জামে মসজিদ

এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।