নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ১২:০৭। ১০ জুলাই, ২০২৫।

রাজশাহীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই ৯, ২০২৫ ৬:৫৪
Link Copied!

স্টাফ রিপোর্টার, চারঘাট : রাজশাহীর চারঘাটে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গোবিন্দপুর ব্রিজ এলাকায় এ অভিযান চালায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান: বৈষম্যবিরোধী চেতনার বিজয়গাথা

গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার ইউসুফপুর গ্রামের বাসিন্দা মো. আলম (৩১) ও মো. ইউসুফ (৩৯)। জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় শাহিনুর রহমান শাহিন নামের আরেকজন কৌশলে পালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি

এ নিয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক শাহিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।