স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম মো. ওয়াসিকুল (৪০)। গোদাগাড়ী উপজেলা সদরের মেডিকেল মোড় কোকরাপাড়া মহল্লার এক বাসায় ভাড়া থাকতেন তিনি। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ডোটাপাড়া গ্রামে। বাবার নাম মো. মোস্তফা।
র্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল শনিবার দিবাগত রাত ২টার দিকে ওয়াসিকুলের ভাড়া বাড়িতে অভিযান চালায়। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, ওয়াসিকুলের ভাড়া বাড়ি থেকে ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।