নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১:১০। ২৭ আগস্ট, ২০২৫।

রাজশাহীর কাটাখালীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

আগস্ট ২৬, ২০২৫ ৭:৪৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : সোমবার (২৫ আগস্ট) রাজশাহী পবা উপজেলাধীন কাটাখালী উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবরী।

আরও পড়ুনঃ  চমক রেখে এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্যবিবাহ ও মাদক সামাজিক ব্যাধি। এ বিষয়গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে। বাল্যবিয়ের কারণে পরিবারগুলো টেকসই হচ্ছে না, ভেঙ্গে যাচ্ছে।

আরও পড়ুনঃ  জুলাই অভ্যুত্থানের তরুণদের স্পিড কাজে লাগিয়ে দেশ গড়তে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সভাপতির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার ছেলে-মেয়েদের স্কুল থেকে ঝরে পড়া, মোবাইল আসক্তি, ডেঙ্গু, পরিবেশ সংরক্ষণ, গুজব ও অপপ্রচার রোধ নিয়ে আলোকপাত করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী পরিদর্শক মো. সেলিম আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী পরিচালক আব্দুল আহাদ, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এবং সহকারী তথ্য অফিসার হুমায়রা সুলতানা।

আরও পড়ুনঃ  জোতার নামে ওয়েবসাইট খুলে বিপুল অর্থ আত্মসাৎ

১৫০ জন অভিভাবকের উপস্থিতিতে সমাবেশ শেষে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।