নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:০৩। ৬ নভেম্বর, ২০২৫।

রাজশাহীর চারঘাট সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক

নভেম্বর ৬, ২০২৫ ৬:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : মালিকবিহীন ১টি প্লাষ্টিকের বস্তায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে বিজিবি।

বিজিবি জানায়, ৬ নভেম্বর আনুমানিক ৩:২০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৭২/২-এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার চারঘাট থানাধীন চকমুক্তারপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি প্লাষ্টিকের বস্তায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করতে সক্ষম হয়।

আটককৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।