নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৬:০৬। ২৯ মে, ২০২৫।

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

মে ২৭, ২০২৫ ১১:৩১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ইয়াবা ও গাঁজাসহ আরও ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার (২৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে পৃথক অভিযানে উপজেলার আড়ানী চকসিংগা ও আড়ানী ঝিনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে উত্তেজনার পর প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে পাকিস্তান

গ্রেফতাররা হলেন- আড়ানী চকসিংগা গ্রামের নিমাই মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫), জফির উদ্দিনের ছেলে জুয়েল মাহমুদ জিয়া (৪৪)। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জনসংলাপ: সাপ্তাহিক ছুটি চান গৃহকর্মীরা

অপরদিকে আড়ানী ঝিনা গ্রামের আলম হোসেনের ছেলে টনি ইসলাম (১৯), ঝিনা সরদারপাড়া (নূর নগর) গ্রামের লিয়াকত আলীর ছেলে লামিমুল ইসলাম মৃদুলকে (১৭) গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে জজশীপ ও ম্যাজিস্ট্রেসির হেল্প লাইনে যুক্ত হল নতুন মোবাইল নম্বর

বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, গ্রেফতাররা পৃথকভাবে নিজ নিজ এলাকায় মাদকের ব্যবসা করে। তাদের নামে পৃথক দুটি মামলা দিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।