নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শুক্রবার। রাত ১২:৫৬। ৪ জুলাই, ২০২৫।

রাবিতে ঢাবির ভর্তি পরীক্ষা কাল

মে ৫, ২০২৩ ১০:২৭
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল (৬ মে)শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে বিধিনিষেধ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  বাগমারা উপজেলা পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

শুক্রবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ দেওয়া হয়। বিধিনিষেধসমূহ হলো-সকাল সাড়ে ৯টার পর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ধরণের যানবাহন প্রবেশ করতে পারবে না। শিক্ষার্থীদের প্রয়োজনে আগত যানবাহনসমূহ বিশ্ববিদ্যালয়ের কাজলা ও বিনোদপুর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে এবং মেইনগেট দিয়ে বের হয়ে যাবে।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরা উপলক্ষ্যে আরএমপি' র গণবিজ্ঞপ্তি

প্রয়োজনে যানবাহন রাখার জন্য সাবাশ বাংলাদেশ মাঠ ব্যবহার করা যাবে। তবে সেটি অবশ্যই সকাল সাড়ে ৯টার মধ্যে হতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত একাডেমিক ভবনসমূহের সংযোগকারী ছোট সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না।ক্যাম্পাসের কোনো সড়কে ও তার আশেপাশে যানবাহন রাখা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।