নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। দুপুর ২:৩৪। ১২ অক্টোবর, ২০২৫।

রাশমিকার সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই দুর্ঘটনার শিকার বিজয়

অক্টোবর ৭, ২০২৫ ১০:৫৪
Link Copied!

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার শিকার বিজয়। সোমবার সন্ধ্যায় দেশটির জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিজয় ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।

পোস্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিশ্ব ডাক দিবসের অনুষ্ঠানে গ্রাহকের বিশ্বাস অর্জনে গুরুত্বারোপ

‘তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের স্পিন জাল ছিঁড়ে কোনোরকমে বেরিয়ে গেল ইংল্যান্ড

এদিকে, রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন বর্তমানে ভারতীয় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার 

প্রসঙ্গত, ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর ‘ডিয়ার কমরেড’-এও তারা জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় এবং ধারণা করা হচ্ছে সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।