নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ২:৪৪। ১৫ মে, ২০২৫।

রাশিয়ার ৮০ শতাংশেরও বেশি মানুষ পুতিনের কাজকে সমর্থন করেন

মার্চ ৯, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : রাশিয়ার ৮০ শতাংশেরও বেশি মানুষ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাজকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছেন। জনমত ফাউন্ডেশন (এফওএম) পরিচালিত এক জরিপে তারা এ মূল্যায়ন করেন। খবর তাসের।

আরও পড়ুনঃ  ভারতের আকাশ প্রতিরক্ষা ধ্বংসের দাবি পাকিস্তানের

ফাউন্ডেশনের জরিপ প্রতিবেদনে বলা হয়, এতে অংশ নেওয়া ৮৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা পুতিনের প্রচেষ্টাকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। পুতিনের প্রতি রাশিয়ার প্রায় ৮২ শতাংশ মানুষের আস্থা রয়েছে।

আরও পড়ুনঃ  ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

এছাড়া জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ রাশিয়ান সরকারের কাজের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। এদিকে ৫৩ শতাংশ উত্তরদাতা পুতিনের দলকে ভোট দেবেন বলেও জানান।

আরও পড়ুনঃ  ভারত বাহ্যিক সমস্যাকে অভ্যন্তরীণ করার চেষ্টা করছে : পাকিস্তান

২০২৪ সালের ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রাপ্তবয়স্ক ১,৫০০ মানুষের মধ্যে এ জরিপ চালানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।